Shadhin Tech Green Screen

Shadhin Tech ইউটিউব চ্যানেলে ব্যবহার করা green screen গুলো ডাউনলোড করার পেজে আপনি চলে এসেছেন এই পেজেই আপনি Shadhin Tech ইউটিউব চ্যানেলে ব্যবহার করা সমস্ত green screen গুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং সেগুলো কোন প্রকার কপিরাইট ঝামেলা ছাড়াই আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। green screen গুলো আমি অনেক খোঁজাখুঁজি করে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কষ্ট করে ম্যানেজ করেছি এবং দীর্ঘদিন ধরে আমার ভিডিওতে ব্যবহার করে আসছি কোনো প্রকার ঝামেলা ছাড়া। অনেক সময় আপনারা আমার কাছে এই green screen গুলো চেয়েছেন কিন্তু এভাবে কখনো দেওয়া হয়নি বা চিন্তা করা হয়নি। যে কারণে ভাবলাম যেহেতু আমি ব্যবহার করি সেহেতু এগুলো আপনাদের সাথে ব্যবহার করাও জরুরী কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার নিয়মিত আমার ভিডিও গুলো দেখেন যে কারণে আপনাদের সাথে এই green screen গুলো আজকে শেয়ার করা।


নিচে Download অপশন এ ক্লিক করে Download Now অপশন থেকে Green Screen গুলো ডাউনলোড করে নিন।

Download Now


উপর থেকে green screen  গুলো ডাউনলোড করার পরে আপনি যদি মোবাইল ইউজার হন সে ক্ষেত্রে Kinemaster অথবা Powerdirector ভিডিও এডিটিং অ্যাপস এরর মাধ্যমে Chroma Key টুলটা ব্যবহার করে শুধুমাত্র পিছনের গ্রীন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েই আপনার ভিডিওতে এই green screen গুলো ব্যবহার করতে পারবেন সে ক্ষেত্রে আপনার ভিডিওগুলো খুবই মানসম্মত হবে দর্শক আপনার ভিডিও দেখে মজা পাবেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো রেংক করবে এবং আপনাদের চ্যানেলগুলো দ্রুত গ্রো হবে। ‌ Shadhin Tech থেকে ইউটিউব চ্যানেল যেমন আপনারা প্রতিনিয়তই ফলো করেন তেমনি এই orginalit.com ওয়েবসাইট টা ও আপনারা প্রতিনিয়ত ফলো করবেন কারণ এখানে আমার ব্যবহার করা সমস্ত গ্রিন স্ক্রিন গুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে তাছাড়া আমি Thumbnail বানানোর জন্য যে যে উপাদান গুলো ব্যবহার করি সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের ভিডিও এডিটিং এবং Thumbnail মেকিং এ অনেক বেশি হেল্প করবে। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)