HMPV ভাইরাসের লক্ষন, hmpv ভাইরাস কিভাবে ছড়ায়? HMPV virus in china


সম্প্রতি চীনে ছড়িয়ে পড়েছে HMPV ভাইরাস এই এইচএমপিভি ভাইরাস চিনে ছড়িয়ে পড়ার পরেই সারা পৃথিবী ব্যাপী এক আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেকেই মনে করতেছে HMPV virus করোনাভাইরাস এর মত এতটা মহামারী হবে কিনা বা করোনা ভাইরাসের থেকেও বেশি মহামারীতে রূপ নেবে কিনা এ HMPV virus তা নিয়ে চলছে যত জল্পনা কল্পনা। প্রতিনিয়তই চীনে HMPV virus এর রোগীর সংখ্যা বাড়ছে সম্প্রতি গত দুই থেকে তিন দিন আগে ভারতেও ২-৩ জন এইচএমপিভি ভাইরাস রুগী শনাক্ত হয়েছে ডাক্তাররা কি বলছেন HMPV virus কি সত্যি করোনাভাইরাসের মত এত বেশি মহামারীতে রূপ নিবে এবং এইচএমপিভি ভাইরাসের লক্ষণ কি কি বা HMPV ভাইরাস হলে কি কি লক্ষণ শরীরে দেখা দেয়, HMPV ভাইরাস কিভাবে ছড়ায় এবং HMPV ভাইরাস করোনাভাইরাস এর মত মহামারীতে রূপ নিবে কিনা এবং HMPV ভাইরাস থেকে বাঁচতে হলে কি কি করণীয় সবকিছু থাকতে আজকের এই আর্টিকেলে তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে আর্টিকেলটা শেষ পর্যন্ত পড়ুন।


HMPV ভাইরাস কি?

HMPV ভাইরাস হলো করোনা ভাইরাসের মতো একটা নতুন ভাইরাস যা সম্প্রতি চিনে ধরা পড়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে HMPV ভাইরাস সারা পৃথিবী আতঙ্কে রয়েছে নতুন HMPV ভাইরাস নিয়ে। গত দুইদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ২-৩ জন HMPV ভাইরাস রোগী সনাক্ত হয়েছে তাই বিষয়টাকে উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নাই।


HMPV ভাইরাসের লক্ষন:

প্রত্যেকটা ভাইরাসের মতো HMPV ভাইরাসেও কিছু লক্ষণ রয়েছে যা অনেকটা করোনাভাইরাসের লক্ষণের সাথেও কিছুটা মিল রয়েছে তাই বলে করোনাভাইরাস এর লক্ষণগুলো এবং এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলো এক মনে করবেন না। এজন্য আমি আলাদাভাবে HMPV ভাইরাসের লক্ষণগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের লক্ষণ গুলোই হচ্ছে HMPV ভাইরাসের লক্ষণ: হাঁচি, কাশি, এবং কিছুক্ষেত্রে জ্বর (HMPV Virus Signs) গলায় ব্যথা, নাক টানা, নাক দিয়ে পানি পড়া, এবং শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়া, অ্যাজমার মতো সমস্যা। উপরোক্ত লক্ষণগুলো যদি দেখা দেয় এবং সাধারন ওষুধ খেয়ে নিরাময় না হয় তাহলে আর দেরি না করে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিবেন কারণ উপরের লক্ষণ গুলোই হচ্ছে HMPV ভাইরাসের লক্ষণ। তবে ঘাবরিয়ে পড়বেন না উপরের কোন লক্ষণ দেখা দিলেই কারণ উপরের লক্ষণগুলো আপনার অন্য কোন কারণেও হতে পারে উপরের লক্ষণগুলো শরীরে দেখা দিলেই মনে করবেন না যে আপনি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত তাই ভয়ে না পেয়ে ডাক্তারের শরণাপন্ন হবেন।


hmpv ভাইরাস কিভাবে ছড়ায়:

HMPV ভাইরাস কিভাবে ছড়ায় তা আমরা অধিকাংশ মানুষ জানিনা একটা ভাইরাস কিভাবে ছড়ায় এটা যদি আমরা জানতে পারি তাহলে সেই ভাইরাস থেকে কিভাবে আমরা দূরে বা নিরাপদে থাকতে পারি তা আমরা খুব সহজেই জানতে পারবো এ জন্য এইচএমপিভি ভাইরাস করোনাভাইরাস এর মত এতটা বিপদজনক কিনা তা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে HMPV ভাইরাস কিভাবে ছড়ায় অর্থাৎ একজনের দেহে কিভাবে প্রবেশ করে তা হচ্ছে HMPV ভাইরাস কিভাবে ছড়ায় তাহলে চলুন জেনে নেই: স্কুলে বাচ্চারা একসঙ্গে থাকার সময়ে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।  তাছাড়া  হাঁচি কাশির মাধ্যমে HMPV ভাইরাস ছড়ায়,  সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও ছড়াতে পারে।


hmpv ভাইরাস থেকে বাঁচতে করণীয় কি:

আমরা জানি একটা ভাইরাস আসলে ডাক্তাররা চিকিৎসকরা বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করে কিন্তু আমরা বোকা মানুষ কিছুতেই সচেতন হই না এবং সমস্যাটা আরো বেশি জটিল করে তুলি যার জ্বলন্ত উদাহরণ ছিল করোনাভাইরাস কাজেই আমাদের আগে থেকে সতর্ক হতে হবে HMPV ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের কি কি করণীয়: কোন জায়গায় হাত দিলে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে মুখে-চোখে হাত দিন। ঘর থেকে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। হাঁচি, কাশির সময় মুখে রুমাল দিন। ধূমপান করা ত্যাগ করুন। ছোট বাচ্চাদের সর্দি বা কাশি হলে স্কুলে না পাঠানোই ভালো। শিশু ও বয়স্কদের শরীরে কোনও লক্ষণ দেখা দিলে বিশেষ করে শ্বাসকষ্টজনিত কোন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


সবশেষে এতটুকুই বলবো যে কোন ভাইরাস বা কোন রোগ প্রথম যখন আসে তখন সেটা যত বেশি ক্ষতিকারক তার চেয়েও বেশি হাইলাইট হয় তাই ভয় পাবেন না। তবে এটাও বলতে হবে কোন ভাইরাসকে একদম ছোট ভাবে নিবেন না তাই অবশ্যই সতর্ক থাকতে হবে এবং উপরোক্ত HMPV ভাইরাসের কোন লক্ষণ যদি শরীরে দেখা দেয় বা এর কোন উপসর্গ যদি শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং একটা টেস্ট করে নিশ্চিত হবেন যে আপনি সত্যি আক্রান্ত কিনা। আমরা চাই এইচএমপিভি ভাইরাস করনা ভাইরাস এর মত মহামারী ভাইরাসে পরিণত না হোক তাই প্রত্যেকের নিজেরা নিজেদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে এবং অন্যকে সতর্ক করতে হবে। এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পানা চাইতে হবে আল্লাহ এই গজব থেকে আমাদেরকে যেন মুক্ত রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন