সিটি ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলার নিয়ম - Citi Bank Fixed Deposit Account Create

সিটি ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলার নিয়ম - আজকের পোস্টটিতে আলোচনা করা হবে সিটি ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য। সাধারণত একজন গ্রাহক চাইলে সিটি ব্যাংকে চার ধরনের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারে।

সিটি ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলার নিয়ম


এই পোস্টের মেইন কপি গুলো হচ্ছে

  • Goal Based DPS
  • Insurance Backed DPS Account 
  • Fixed Deposit Account 
  • Monthly Interest Paying Fixed Deposit Account


সিটি ব্যাংক ফিক্সড ডিপোজিট একাউন্ট:

আপনি যদি ফিক্স ডিপোজিট একাউন্ট তৈরী করতে চান তাহলে আপনি সিটি ব্যাংক এর মধ্যমে ফিক্স ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সাধারণত বেশি টাকা ব্যাংকে জমা রেখে কম সময়ের মধ্যে লাভবান হওয়ার জন্য ফিক্স ডিপোজিট একাউন্ট করা হয়ে থাকে।


অন্য পোস্টঃ



Fixed Deposit ডিপিএস একাউন্টের ফিচারস:

সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে শুরু করে আপনার পছন্দ অনুযায়ী যে কোন অংকের টাকা জমা রাখতে পারবেন। 

এই ফিক্স ডিপোজিট একাউন্ট এর মেয়াদ ১ মাস থেকে সর্বোচ্চ তিন বছর। 

এছাড়াও এই ডিপিএস একাউন্ট লোন ফেসিলিটি উপভোগ করতে পারবেন।


ফিক্স ডিপোজিট ডিপিএস অ্যাকাউন্ট তৈরির ডকুমেন্ট এবং যোগ্যতা:

যে ব্যাক্তি একাউন্ট খুলবে তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। 

ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 

একাউন্ট তৈরি করার জন্য অন্য আইডি কার্ড বা সার্টিফিকেট কিংবা সাপোর্টের প্রয়োজন হবে। 

যে ব্যক্তি অ্যাকাউন্ট তৈরি করতে চাইছে সেই ব্যক্তির সদ্য তোলা দুই কপি ছবি লাগবে। 

নমিনির নির্বাচিত ব্যক্তির এনআইডি কার্ড বা সার্টিফিকেটে পাসপোর্ট ইত্যাদি প্রয়োজন হবে।

নমিনী নির্বাচিত ব্যক্তি এক কপি ছবি প্রয়োজন হবে। 

এছাড়া আয় করার ডকুমেন্টের প্রয়োজন হবে। 

ই-টিন সার্টিফিকেট এর প্রয়োজন হবে।



ফিক্স ডিপোজিট ডিপিএস একাউন্ট ইন্টারেস্ট রেট:

পূর্বেই বলেছি ফিক্স ডিপোজিট একাউন্টে আপনি টাকা জমা রেখে একমাসেও লাভ করতে পারেন। এই একাউন্টে টাকা রাখলে এক মাস তাদের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি টাকা রাখলে বিভিন্ন অ্যামাউন্ট লাভ পাবেন। তো কিরকম লাভ পাবেন সেটি বিভিন্ন ধরনের গ্রাফ এর মাধ্যমে পোস্টটিতে দেখানো হলো।


আপনি যদি এক মাসের জন্য সিটি ব্যাংকের ফিক্স ডিপোজিট একাউন্ট এর অধীনে টাকা জমা রাখেন এবং একমাস পর তাও করতে চান তাহলে আপনি ১.৫ শতাংশ হারে লাভ পাবেন।


আপনি যদি তিন মাসের জন্য সিটি ব্যাংকের ফিক্স ডিপোজিট একাউন্ট এর অধীনে টাকা জমা করতে চান তাহলে আপনি ২.৫% হারে লাভ পাবে।


আপনি যদি ১৮০ দিন অর্থাৎ ছয় মাসের জন্য সিটি ব্যাংক ফিক্স ডিপোজিট একাউন্ট এর অধীনে টাকা জমা রাখেন তাহলে ৩% হারে লাভ পাবেন।


আপনি যদি এক বছরের জন্য সিটি ব্যাংকের ফিক্স ডিপোজিট একাউন্ট এর অধীনে টাকা জমা রাখেন তাহলে ৩.৫% হারে লাভ পাবেন।


এবং আপনি যদি দুই বছরের জন্য সিটি ব্যাংকের ফিক্স ডিপোজিট একাউন্ট এর অধীনে টাকা জমা রাখেন তাহলে ৪% হারে লাভ পাবেন।


আপনি যদি তিন বছরের জন্য সিটি ব্যাংকের ফিক্স ডিপোজিট অ্যাকাউন্ট দিনের টাকা জমা রাখেন তাহলে আপনি ৩ শতাংশ হারে লাভ পাবেন।


সিটি ব্যাংকে ডিপোজিট অ্যাকাউন্ট করার পাশাপাশি আপনি চাইলে এখান থেকে স্বল্প সুদে লোন নিতে পারবেন কিভাবে সিটি ব্যাংক থেকে লোন নিতে হয় তা জানার জন্য উপরের পোস্টটি দেখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন