সিটি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম - Citi Bank DPS Account Create

সিটি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম - আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজকের এই পোস্টটিতে আলোচনা করা হবে সিটি ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত তথ্য।

সিটি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম


সিটি ব্যাংক ডিপিএস এর প্রকারভেদ

সিটি ব্যাংকের মোট চার রকমের ডিপিএস অ্যাকাউন্ট খোলার সুযোগ সুবিধা রয়েছে আর এই ধরনের একাউন্টের নাম হলঃ

  • Goal Based DPS
  • Insurance Backed DPS Account 
  • Fixed Deposit Account 
  • Monthly Interest Paying Fixed Deposit Account


আমি এই পোস্টটিতে দুইটি একাউন্ট সম্পর্কে আলোচনা করবো যেগুলো হলো গোল বেস্ট ডিপিএস এবং ইন্সুরেন্স ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট   সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আজকে এই পোস্টের মেইন টপিক গুলো হচ্ছে


১) Goal Based সিটি ব্যাংক ডিপিএস 

ক) ডিপিএস এর ফিচারস

খ) যোগ্যতা এবং ইন্টারেস্ট রেট 


২) সিটি ব্যাংক ডিপিএস Insurance Backed

ক) একাউন্টের ফিচারস

খ) যোগ্যতা এবং ইন্টারেস্ট রেট


Goal Based সিটি ব্যাংক ডিপিএস 

আপনি যদি স্বপ্নবাজ হয়ে থাকেন কিংবা স্বপ্ন দেখতে পছন্দ করে থাকলে এই দ্বীপে সিস্টেমের সাথে নিজেকে কানেক্ট করতে পারেন। এটিকে বলা হয় স্বপ্ন পূরণের ডিপিএস বা Goal Based ডিপিএস।


Goal Based ডিপিএস এর ফিচারস 

যে কোনো গ্রাহক চাইলে সর্বনিম্ন ৬ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ১২০ মাস পর্যন্ত মেয়াদী ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। 

 সিটি ব্যাংকে আপনি চাইলে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা রাখতে পারবেন প্রতিমাসে। 

এছাড়াও আপনি আপনার পছন্দ মত যেকোনো একটি তারিখ ধার্য করতে পারবেন টাকা জমা রাখার জন্য।


Goal Based ডিপিএস যোগ্যতা

সিটি ব্যাংকের সাথে সম্পৃক্ত যে ব্যক্তির কারেন্ট কিংবা সেভিং অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাক্তিই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

 সিটি ব্যাংক ডিপিএস খোলার জন্য ব্যক্তির বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। 

এই ডিপিএস খোলার জন্য আপনাকে বাংলাদেশি বাসিন্দা হতে হবে।


Goal Based ডিপিএস ইন্টারেস্ট রেট 

অ্যাকাউন্ট তৈরি করার পর আপডেট যেরকম ইন্টারেস্ট রেট পাবেন সেই রিলেটেড একটি ক্লাব স্ক্রিনে মেনশন করা হলো।

আপনি যদি গোল বেস্ট প্লেস এক্যাউন্ট এর অধীনে ৬  থেকে ১৩ মাসের জন্য মাসিক হারে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখেন এবং ছয় থেকে বারো মাসের মধ্যে আপনি টাকা তুলতে চান তাহলে আপনি আপনার জমাকৃত টাকার উপহার ৬% হারে লাভ পাবেন। অর্থাৎ আপনি যদি ছয় থেকে বারো মাসের মধ্যে মাসিক টাকা জমিয়ে এক লক্ষ টাকা জমানো তাহলে আপনি ৬০০০ টাকা লাভ পাবেন। 

একইভাবে আপনি যদি মাসিক টাকা জমিয়ে ১৩ থেকে ২৪ মাসের মধ্যে টাকা তুলতে চান তাহলে আপনি ৬.৫ শতাংশ হারে লাভ পাবেন।


যদি বিভিন্ন সময়সীমার মধ্যে আপনি যদি এই ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে যেরকম আপনি ইন্টারেস্ট রেট পাবেন সেই রিলেটেড আলোচনা করা হলো।


Insurance Backed ডিপিএস একাউন্ট 

এছাড়াও আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি যদি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার ইচ্ছা পোষণ করেন। তাহলে এই ইন্সুরেন্স ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট আপনার জন্য উপযুক্ত। 


Insurance Backed ডিপিএস একাউন্টের ফিচারস

যেকোনো গ্রাহক চাইলে পাঁচ বছর ১০ বছর ১৫ বছর এবং ২০ বছর এই বয়সের মধ্যে এই ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। 

প্রতি মাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবে। 

এছাড়াও আপনার পছন্দমত তারিখ নির্ধারণ করতে পারবেন।


Insurance Backed ডিপিএস একাউন্টের যোগ্যতা

সিটি ব্যাংক ডিপিএস খোলার জন্য বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। 

ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 

যার সিটি ব্যাংক কারেন্ট একাউন্ট সেভিং অ্যাকাউন্ট আছে, সেই ব্যক্তি অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন।


Insurance Backed ডিপিএস একাউন্টের লাভ

আপনি যদি পাঁচ বছর কিংবা ১০ বছর এবং ১৫ বছর অথবা ২০ বছরের জন্য ইন্সুরেন্স ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খোলেন এবং আপনি নির্দিষ্ট পরিমান টাকা জমা রাখেন। তাহলে আপনি ৬.৫ শতাংশ হারে লাভ পাবেন অর্থাৎ আপনি যদি ১ লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি ৬৫০০ টাকা পাবেন এবং এটি আপনি পাঁচ বছর ১০ বছর ১৫ কিংবা ২০ বছর রাখলেও লাভের পরিমাণ একই থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন