সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এই পোস্টটিতে ব্যাংকুয়েটের বিভিন্ন ধরনের পোস্ট যেমন একাউন্ট খোলার, ডিপিএস করা ইত্যাদি তৈরি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের পোস্টটিতে আলোচনা করা হবে।
উত্তরা ব্যাংক হোম লোন পাওয়ার যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র লোনের পরিমাণ সুদের হার, আবেদনের নিয়ম অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য। উত্তরা ব্যাংক হোম লোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন।
আজকের এই পোস্টের মেন টপিকগুলো
- উত্তরা ব্যাংক হোম লোন
- উত্তরা ব্যাংক হোম লোনের পরিমাণ
- উত্তরা ব্যাংক হোম লোন পাওয়ার যোগ্যতা
- সুদ ও ফি
- প্রয়োজনীয় কাগজপত্র
- সিকিউরিটি বা জামানত
- আবেদনের নিয়ম
উত্তরা ব্যাংক হোম লোন
বাংলাদেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে হোম লোন বা গৃহ ঋণ দেওয়া হয়। উত্তরা ব্যাংক বাংলাদেশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।
বর্তমানে সারা বাংলাদেশে এই ব্যাংকটি ২৩৫ টি শাখা ও ৩৮ টি বৈদেশিক বাণিজ্য শাখা রয়েছে। এবং বেসরকারি এই ব্যাংকটি ৬০০ টি বৈদেশিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে।
সকল প্রকার ব্যাংকিং সেবা যেমন ব্যক্তিগত ও ব্যবসায়িক সেভিং,একাউন্ট,ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্সুরেন্স ইত্যাদি পাশাপাশি বিভিন্ন প্রকার ব্যক্তিগত ও ব্যবসায়িক যেমন- এস এম ই, হোম, গাড়ি, শিক্ষা, ডক্টর, কৃষি, বিবাহ, ট্রাভেল এবং অন্যান্য ঋন সেবা প্রদান করে থাকে।
বাংলাদেশের স্থায়ীভাবে বসবাসকারী লোন পরিশোধের সক্ষম যেকোনো এনজিও, মাঝারি এবং বৃহৎ লোকাল মাল্টিন্যাশনাল কোম্পানি ও ব্যাংকের নিকট গ্রহণযোগ্য বেসরকারি ও সরকারি চাকরিজীবীরা উত্তরা ব্যাংক হোম লোন এর জন্য আবেদন করতে পারবেন।
উত্তরা ব্যাংক হোম লোনের পরিমাণ
পর্যাপ্ত পানি বিদ্যুৎ ইত্যাদি মতো সুযোগ-সুবিধা আছে এমন এলাকায় আবাসিক কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে ফ্ল্যাটবাড়ি কেনাবেচা করার জন্য উত্তরা ব্যাংক সরল সুদে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। ফ্লাট বা বাড়ি কেনার জন্য বাজার মূল্যের সর্বোচ্চ ৭০ পার্সেন্ট পর্যন্ত লোন প্রদান করে থাকে।
উত্তরা ব্যাংক হোম লোন পাওয়ার যোগ্যতা
বেতনভোগী চাকুরীজীবি হলে চাকরির বয়স ন্যূনতম তিন বছর এবং বর্তমানে প্রতিস্থান নিম্নতম এক বছর ধরে চাকরি করা।
আবেদনের সময় নিম্নতম তিরিশ বছর সর্বোচ্চ ৬৫ বছর মেয়াদ শেষ হওয়ার সময়।
বার্ষিক আয়রনের মোট বার্ষিক কিস্তির কমপক্ষে তিন গুণ হতে হবে অর্থাৎ বাৎসরিক মোট ১০০ টাকা হলে স্যালারি বাড়ায় ৩০০ টাকা বা তার বেশি হতে হবে।
বর্তমান ঠিকানা নৃন্যতম ৬ মাস বসবাস করতে হবে।
উত্তরা ব্যাংক হোম লোন এর সুদ ও ফি
বার্ষিক সুদের হার ১২ পার্সেন্ট ঋনের পুরো মেয়াদ জুড়ে স্থির থাকবে। লোন প্রসেসিং ফি ১.৫% বা ৫০০০ টাকা (কমও হতে পারে)। প্রথম কিস্তি লোন প্রদানের তারিখ থেকে এক মাসের মধ্যে শুরু হবে।
উত্তরা ব্যাংক হোম লোন এর মেয়াদ ও কিস্তি
উত্তরা ব্যাংক হোম লোন সর্বনিম্ন এক বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদী মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য হোম লোন প্রদান করে থাকে।
উত্তরা ব্যাংক হোম লোন নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারী ও গ্যারান্টার সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
হোম লোন আবেদনকারীর আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স ফটোকপি।
ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ বিলের কপি , গ্যাস বিলের কপি , পানি বিলের কপি।
সর্বশেষ ট্যাক্স পরিশোধের সার্টিফিকেটের ফটোকপি।
আবেদনকারী ও গ্যারান্টারের সম্পদ ও দায়ের বিবরণী।
বিগত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট আবেদনকারীর।
নির্মাণ বা ক্রয় খরচের বিবরণী।
জমি বা ফ্লাট কেনার আইনি দলিল।
উত্তরা ব্যাংক হোম লোন নেওয়ার সিকিউরিটি বা জামানত
ঋণের বিপরীতে সম্পত্তির বন্ধক নটিক ফুল টাইটেল ডিড জমা।
বন্ধক কৃত সম্পত্তি যখন প্রয়োজন তা বিক্রির ক্ষমতা দেওয়া নিবন্ধিত অপরিবর্তন জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি।
নির্ধারিত সময়ে মাসিক কিস্তি পরিশোধের অঙ্গীকারনামা।
সকল কিস্তির জন্য অগ্রিম চেক জমা।
পিতা-মাতা বা ব্যাংকের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির ব্যক্তিগত গ্যারান্টি।
উত্তরা ব্যাংক হোম লোন এর জন্য আবেদনের নিয়ম
উত্তরা ব্যাংক হোম লোন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি যে এলাকায় বাড়ি কিনবো ফ্ল্যাট কিনতে চান ওই এলাকায় বা নিকটস্থ উত্তরা ব্যাংক শাখা কর্মকর্তা সাথে যোগাযোগ করুন। আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের পর সবকিছু যাচাই-বাছাই করে আপনি লোনের জন্য যোগ্য বলে বিবেচিত হইলে ব্যাংকিং আনুষ্ঠানিকতা পালন শেষে আপনাকে উক্ত লোন প্রদান করবে।
একটি মন্তব্য পোস্ট করুন