শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম - Sure Cash To Bikash Taka Transfer

আমরা অনেকে আসি যারা কিনা বিকাশ, নগদ, রকেট, উপায় ও শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে থাকি এবং বিভিন্ন জায়গায় লেনদেন করতে পারি। তাই আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনে শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠাবেনশিওর ক্যাশ থেকে টাকা পাঠানোর নিয়ম জানতে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।


শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম


শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর সঠিক নিয়ম যদি আপনে না জেনে থাকেন তাহলে আপনে এই পোস্টটি পড়বেন তাহলে আপনে সঠিকভাবে শিওর ক্যাশ থেকে টাকা পাঠাতে পারবেন। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সম্পূর্ণ পোস্টটি পড়ার। 


আর আপনার আশে পাশের কোনো ব্যক্তি যদি এই বিষয় না জেনে থাকে তাহলে তাকে এই পোস্টটি শেয়ার করবেন। এতে যেমন আপনে জানলে অপর দিকে সেই ব্যক্তিও জানতে পারবে। নিচে শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম তুলে ধরা হলো।


শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম 

১। সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে শিওর ক্যাশ এপটি ইন্ট্রল করে নিতে হবে।


২। এরপর এপস টি ওপেন করে নিন।


৩। ওপেন করার পর আপনার বা যার নামবার দিয়ে শিওর ক্যাশ একাউন্ট খোলা আসে তার নামবার এবং পিন/পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।


৪। লগইন করার পর দেখেন আপনার সামনে একটা অপশন আসে ফান্ড ট্রান্সফার এই বাটনে ক্লিক করেন।


৫। ফান্ড ট্রান্সফার বাটনে ক্লিক করার পর আপনে যেই নামবারে বিকাশে টাকা পাঠাতে চান ওই নামবার টি বসিয়ে দিন।


৬। বিকাশ নামবার টি বসানোর পর আপনে কত টাকা পাঠাবেন সেই টাকার অংকটা বসিয়ে দিন। 


যেমন - ৫০০ টাকা পাঠাতে চাইলে ৫০০ টাকা লিখুন,আর যদি ১০০০ টাকা পাঠাতে চান তাহলে ১০০০ টাকা লিখুন। 


৭। টাকার অংক বসিয়ে দেওয়ার পর আপনার শিওর ক্যাশের যে পিন নামবার বা পাসওয়ার্ড দেওয়া আসে সেইটা দিন।


৮। পিন নামবার বা পাসওয়ার্ড দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করুন।


তাহলে আপনার বিকাশ একাউন্ট টাকা চলে যাবে।


এভাবে সঠিক নিয়মে আপনে যদি শিওর ক্যাশ একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেন তাহলে আর কোনো সমস্যা হবে না।



শিওর ক্যাশ একাউন্টের টাকা দেখার নিয়ম

আপনে যদি শিওর ক্যাশ একাউন্টটি র টাকা দেখতে চান তাহলে আপনে শিওর ক্যাশ এপস থেকে টাকা দেখতে পারবেন। 

আর যদি আপনে শিওর ক্যাশ এর ইউএসএসডি কোড ডায়াল করে টাকা দেখতে চান তাহলে আপনে *৩৭৫# ডায়াল করে দেখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন