রূপালী ব্যাংক সমস্ত লোন - Rupali Bank Loan

রূপালী ব্যাংক লোন - আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি এই পোস্টে ব্যাংক রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি যেমন- একাউন্ট খোলা লোন নেওয়ার, ডিপিএস করা ইত্যাদি তৈরি করে থাকে। 

রূপালী ব্যাংক লোন


তারই ধারাবাহিকতায় আজকের পোস্টিটের আলোচনা করা হবে রূপালী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত তথ্য। রূপালী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।


রূপালী ব্যাংক লোন - আজকের এই পোস্টটের মেইন কপি গুলো হচ্ছে


  • রূপালী ব্যাংক ব্যবসায়ী ঋণ 


  • রূপালী ব্যাংক মাঝারি লোন


  • রূপালী ব্যাংক পেশাজীবি লোন


  • রূপালী ব্যাংক সহজ ঋণ 


  • রূপালী ব্যাংক সুলভ ঋণ



রূপালী ব্যাংক লোন - রূপালী ব্যাংক ব্যবসায়ী ঋণ


বাংলাদেশ রূপালী ব্যাংক লিমিটেড ট্রেডিং এবং উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ী লোন প্রদান করে থাকে। আপনি যদি কোন ট্রেডিং কিংবা উৎপাদন কার্যক্রম এর সাথে জড়িত ব্যবসায় পরিচালনা করে থাকেন, তবে বাংলাদেশ রূপালী ব্যাংক লিমিটেড হতে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ব্যবসায়ী লোন সুবিধা পেতে পারেন।



রূপালী ব্যাংক লোন - রূপালী ব্যাংক ব্যবসায়ী ঋণ ফিচারস


রূপালী ব্যাংকের লোনের পরিমাণ কমপক্ষে পাঁচ কোটি টাকা লোন দেওয়া হয়।

রূপালী ব্যাংকের লোনের মেয়াদ ব্যাংকের উপর নির্ভরশীল করে দেওয়া হয়।

নিরাপত্তাঃ একক মালিকানা ক্ষেত্রে সম্পত্তির বিক্রয়ের হিসেবে এবং শতভাগ মালিকানা ক্ষেত্রে সম্পত্তির বিক্রয়ের ৫০% হিসেবে ঋন দেওয়া হয়ে থাকে।



রূপালী ব্যাংক লোন - কারা কারা আবেদন করতে পারবে


বাংলাদেশের সকল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা লোন আবেদন করতে পারবেন। 

লোন আবেদন সময় ফ্রী ২০০ টাকা জমা দিতে হবে। 

অন্যান্য ফি আসে সেগুলো হচ্ছে - ডকুমেন্টস ফি, সিআইবি ফি, স্ট্যাম্প ফি।



রূপালী ব্যাংক লোন - রূপালী ব্যাংক মাঝারি লোন


আপনে যদি মাজারি ব্যবসার জন্য লোন এর প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশ রূপালী ব্যাংকের মাধ্যমে আপনি ও মাঝারি ব্যবসার জন্য ঋণ সুবিধা পেতে পারেন। যারা মাজারি ব্যবসার সাথে জড়িত কিংবা মাজারি ব্যবসা শুরু করতে চান তাদেরকে রূপালী ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ৭৫ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা।



রূপালী ব্যাংক লোন - এই ঋণ পেতে যা যা প্রয়োজন তা হলো


এই লোনের পরিমাণ কমপক্ষে ৭৫ কোটি টাকা হয়ে থাকে। 

লোন এর মেয়াদ সর্বোচ্চ ১২০ মাস মেয়াদি ঋণ প্রদান করে থাকে। রূপালী ব্যাংকের ঋণের সুদের হার ৯%।

সকল মাঝারি উদ্যোক্তাগণ আইন ঋন নিতে পারবেন। 

মাঝারি ঋণের জন্য আবেদন ফি সর্বনিম্ন ২০০ টাকা। 

মাজারি ঋনের অন্যান্য যে সকল ক্ষেত্রে ফি প্রযোজ্য তা হলো ডকুমেন্ট ফি, সিআইবি ফি, স্ট্যাম্প ফি ইত্যাদি।



রূপালী ব্যাংক পেশাজীবি লোন


তরুণ উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে বাংলাদেশ রূপালী ব্যাংক যারা নতুন কোনো ব্যবসা বা কোনো আর্থিক কাজ পরিচালনা করতে চায় কিন্তু অর্থের অভাবে করতে পারে না লোনের প্রয়োজনে। তাদেরকে রূপালী ব্যাংক ঋণ হিসেবে দিচ্ছে সর্বোচ্চ ১ কোটি টাকা।



রূপালী ব্যাংক পেশাজীবি লোন


রূপালী ব্যাংকে যে যে শর্তে এই ঋন দিচ্ছে তা হলো 


পেশাজীবী ঋণের পরিমাণ হতে সর্বনিম্ন এক কোটি টাকা পর্যন্ত। 

ঋনের মেয়াদকাল সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত হয়ে থাকে। 

সুদের হার ৯% তবে ব্যাংক চাইলে সুদের হার কমাতে বা বাড়াতে পারে। 

পেশাজীবী ঋণের ক্ষেত্রে নিরাপত্তা হিসেবে শিক্ষাগত বা পেশাদার প্রশংসা পত্র এবং তৃতীয় পক্ষ হিসেবে কাউকে প্রয়োজন হবে। 

পেশাজীবী ঋণের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ২০০ টাকা প্রয়োজন হবে। 

এবং অন্যান্য যেসকল ক্ষেত্রে আবেদন ফি প্রয়োজন হবে তা হল ডকুমেন্টস ফি, সিআইবি ফি, স্ট্যাম্প ফি ইত্যাদি।



রূপালী ব্যাংক সহজ ঋণ


বাংলাদেশ রূপালী ব্যাংক লিমিটেড কুটির শিল্প এবং উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য লোন দিয়ে থাকেন যাদের কুটিরশিল্প কিংবা উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অর্থের প্রয়োজন তাদেরকে রূপালী ব্যাংক সহজ শর্তে দিচ্ছে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা।



রূপালী ব্যাংক সহজ ঋন


রূপালী ব্যাংক লোন - ঋণ উত্তোলনের ক্ষেত্রে যে সকল শর্তে রয়েছে তা হলো


রূপালী ব্যাংক সহজ লোনের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ উত্তোলন করা যাবে সহজ ঋনের মেয়াদকাল সর্বোচ্চ ৪৮ মাস তবে ব্যাংক চাইলে এই সময় কমাতে বা বাড়াতে পারবেন। 

এই ঋণের সুদের হার ৯%। 

সহজ লোনের ব্যাংক নিরাপত্তা হিসেবে ব্যক্তিগত কিংবা তৃতীয় পক্ষের কোনো ব্যক্তির ব্যাংকে ৫০ হাজার টাকা থাকতে হবে।

এই লোন পেতে আবেদনের জন্য আবেদন ফি ২০০ টাকা প্রয়োজন হবে। 

অন্যান্য যেসকল ক্ষেত্রে প্রয়োজন তাহলো ডকুমেন্টস ফি, সিআইবি ফি, স্ট্যাম্প ফি,আইনি ফি এবং মূল্যায়ন ফি ইত্যাদি ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন