বাংলাদেশে সরকারি ব্যাংকের মধ্যে রুপালী ব্যাংক লিমিটেড অন্যতম একটি ব্যাংক। আপনে যদি রুপালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনে রুপালী ব্যাংকে ডিপিএস একাউন্ট খুলতে পারবেন।
আমরা লাভের আশায় কিছু টাকা সঞ্চয় করে রেখে দিই তাতে ভবিষ্যতে চাকরি, ঘরবাড়ি নির্মাণ, অসুখের খরচ ইত্যাদি প্রয়োজনে দরকার হয়। আজকে আমরা রুপালী ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আজকের এই পোস্টের মেইন টপিকগুলো
- রুপালী ব্যাংক মাসিক সঞ্চয় প্রকল্প
- রুপালী ব্যাংকে মেয়াদ ও মুনাফার হার
- রুপালী ব্যাংকে ডিপিএস খুলতে কি কি ডকুমেন্টস লাগবে?
- রুপালী ব্যাংক সরকারী ভ্যাট কর্তন
- রুপালী ব্যাংকে বিশেষ নির্দেশনা
রুপালী ব্যাংক মাসিক সঞ্চয় প্রকল্প
রুপালী ব্যাংকে মাসিক সঞ্চয় স্কিম হলো একটি মাসিক কিস্তি ভিত্তিক আমানত স্কিম। এই স্কিমটি আকর্ষণীয় লাভের হার সহ মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত কিস্তির পরিমাণ সহ অত্যন্ত সহনশীল একটি ডিপিএস।
এই স্কিমে মাসের যেকোনো দিনে কিস্তি জমা দেওয়ার সুবিধা রয়েছে। এমনকি যদি কোনো গ্রাহক পরপর ০২ ( দুই) কিস্তি জমা দিতে ব্যর্থ হন, তবুও তিনি তৃতীয় মাসে খুব অল্প জরিমানা সহ স্কিমটি চালিয়ে যেতে পারেন।
এই একাউন্টটি যৌথ নামে এবং নাবালকের পক্ষে খোলা যেতে পারে যেখানে পিতা - মাতা বা আইনি অভিভাবক নাবালকের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত একাউন্টটি পরিচালনা করতে পারবেন
রুপালী ব্যাংকে মাসিক কিস্তি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার, ২ হাজার, ৫ হাজার, ১০ হাজার, ২০ হাজার এবং ২৫ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন।
রুপালি ব্যাংকে মেয়াদ ও মুনাফা হার
আপনে যদি রুপালী ব্যাংকে ৩ বছর মেয়াদী ডিপিএস একাউন্ট খুলেন তাহলে আপনে পাবেন ৫.২৫% মুনাফার হার।
আর আপনে যদি রুপালী ব্যাংকে ৫ বছর মেয়াদী ডিপিএস একাউন্ট খুলেন তাহলে আপনে এক্ষেত্রে পাবেন ৫.৫০% মুনাফার হার।
এবং আপনে যদি রুপালী ব্যাংকে ৮ বছর মেয়াদী ডিপিএস একাউন্ট খুলেন তাহলে আপনে পাবেন ৬.০% চক্রবৃদ্ধি মুনাফার হার।
আর আপনে যদি উপরে, উল্লেখীত মেয়াদের আগে রুপালী ব্যাংক ডিপিএস একাউন্ট থেকে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনার যদি একবছর এর বেশি হয় তাহলে আপনে মুনাফা পাবেন আর যদি আপনে এক বছর এর আগে রুপালী ব্যাংক ডিপিএস একাউন্ট থেকে টাকা উত্তোলন করেন তাহলে আপনে কোনোরকম মুনাফা পাবেন না।
অন্যান্য পোস্টঃ বিকাশ অফিস নাম্বার
রুপালী ব্যাংকে ডিপিএস একাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে?
রুপালী ব্যাংকে ডিপিএস একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে একটি রুপালী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে হবে।
রুপালী ব্যাংক থেকে একাউন্ট খোলার জন্য ওপেনিং ফরম নিতে হবে।
সে সাথে ২ কপি ছবি সহ ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ই-টিন এর কপি লাগবে।
রুপালী ব্যাংকে ডিপিএস একাউন্ট খোলার জন্য ইউটিলিটি বিলের কপি লাগবে।
যে ব্যক্তি রুপালী ব্যাংকে ডিপিএস একাউন্ট তৈরি করতে চায়, তার পরিবারে মা - বাবা, ভাই - বোন বা স্বামী - স্ত্রী যে কোনো কারোর নমিনির ২ কপি ছবি লাগবে।
যে ব্যক্তির নমিনির হবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স লাগবে।
রুপালী ব্যাংক সরকারী ভ্যাট কর্তন
আপনার যদি ব্যাক্তিক টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার সরকারি ভ্যাট কর্তন হবে ১০%।
আর যদি আপনার ব্যাক্তিক টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনার সরকারি ভ্যাট কর্তন হবে ১৫%।
রুপালী ব্যাংক বিশেষ নির্দেশনা
এই একাউন্ট খোলার আগে একাউন্ট ধারকের অবশ্যই একটি সেটেলমেন্ট একাউন্ট খুলতে হবে।
এই একাউন্টের মেয়াদ শেষ হওয়ার আগে একাউন্ট ধারক/একাউন্ট ধারীদের কেউ মারা গেলে মৃত্যুর দিন থেকে অভিলম্বে একাউন্ট বন্ধ হয়ে যাবে। মনোনীত ব্যক্তি যথাযত নথিপত্র সাথে নিয়ে অর্থ দাবি করতে পারবেন।
এক্ষেত্রে আপনার সরকারি কর প্রযোজ্য হবে।
উপরে,উল্লেখীত সব তথ্য সম্পর্কে বুঝতে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনে রুপালী ব্যাংক অফিসে কিংবা অফিস নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিবেন।
একটি মন্তব্য পোস্ট করুন