ইউসিবি ব্যাংক লোন পাওয়ার উপায় - ইউসিবি ব্যাংক লোন নেওয়ার উপায়

আমাদের মধ্যে যে বা যারা ইউসিবি ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের কাছেই ইউসিবি ব্যাংক লোন ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া বা ইউসিবি ব্যাংক লোন সম্পর্কে জানার দরকার রয়েছে আর আজকের এই পোস্টে মূলত আলোচনা করা হবে ইউসিবি ব্যাংকের যে সমস্ত লোন ব্যবস্থা রয়েছে সে সমস্ত লোন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য ইউসিবি ব্যাংক লোন রিলেটেড বিস্তারিত জানতে চাইলে আজকের পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।


ইউসিবি ব্যাংক লোন পাওয়ার উপায়



আজকের এই পোস্টে ইউসিবি ব্যাংকের মেইন টপিকগুলো হচ্ছেঃ

  • ইউসিবি ব্যাংক লোন এর প্রকারভেদ
  • ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন
  • ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার ফিচারস
  • ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা
  • ইউসিবি ব্যাংক অটো লোন
  • লোন নেয়ার ফিচারস
  • লোন নেয়ার যোগ্যতা
  • ইউসিবি ব্যাংক হোম লোন
  • এই লোনের ফিচারস
  • লোন নেয়ার যোগ্যতা
  • ইউসিবি ব্যাংক লোন নেয়ার ডকুমেন্টস এবং ইন্টারেস্ট রেট


ইউসিবি ব্যাংক লোন এর প্রকারভেদ:

বাংলাদেশ অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে সে সমস্ত ব্যাংক থেকে আপনি যদি লোন নিতে চান তাহলে বিভিন্ন কাজের জন্য লোন সেবা উপভোগ করতে পারবেন ঠিক একই রকম আপনি যদি ইউসিবি ব্যাংক থেকে ঋণ নিতে চান তাহলে আপনি চাইলে সর্বমোট তিনটি খাতের জন্য এই লোন সেবা উপভোগ করতে পারবেন।


 আর এই তিনটি খাত হলোঃ

  • ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন 

  • ইউসিবি ব্যাংক অটো লোন 

  • ইউসিবি ব্যাংক হোম লোন 

তাহলে এবার দেখে নেওয়া যাক এই সমস্ত লোন নেয়ার ক্ষেত্রে কিরকম রিকোয়েস্ট এবং অন্যান্য বিষয় প্রয়োজন হবে।


ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন:

লোন নেওয়ার মাধ্যমে যে কোনো রকমের পার্সোনাল কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনি চাইলে ইউ সি বি ব্যাংক পার্সোনাল ঋণ ব্যবস্থা রয়েছে সে পার্সোনাল ঋণের শরণাপন্ন হতে পারেন। এই লোন নেয়ার অসাধারণ ফিচারস রয়েছে, যার কারণে আপনি চাইলে স্বাচ্ছন্দে উপভোগ করতে পারবেন।


ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার ফিচারস:

  • আপনে চাইলে সর্বোচ্চ 20 লক্ষ টাকা লোন নিতে পারবেন 

  • লোন নেয়ার পরে পাঁচ বছরের মধ্যে লোনটা পরিশোধ করতে হবে কোনরকমে সিকিউরিটি চার্জের প্রয়োজন হবে না 

  • কোনো রকমের হিডেন চার্জ নেই একদম তাড়াতাড়ি আপনি লোন পাবেন



ইউসিবি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা:

  • এই লোন মূল্যত কর্মস্থান নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ, বিজনেসম্যান এবং বিভিন্ন স্যালারির ব্যক্তিবর্গ নিতে পারবেন।

  • এই লোন নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ প্রযোজ্য হবে, যে সমস্ত ব্যক্তি বর্গের বেতন হিসাব এর উপর নির্ভর করবে এই সমস্ত ব্যক্তিবর্গ নিতে পারবেন কিনা।

  • যে ব্যাক্তি লোন নিতে চায় সে ব্যাক্তি বয়সসীমা কমপক্ষে ২১ বছর হতে হবে 

  • যে বেতনভোগী কাস্টমার বেতন পঁচিশ হাজার টাকা রয়েছে সে ব্যক্তি এই লোন নিতে পারবেন 

  • কোন ডাক্তার যদি এই লোন নিতে চান তাহলে তার বেতন ৩৫ হাজার টাকা হতে হবে 

  • এছাড়া কোন স্বনির্ভর ব্যক্তি যদি কেউ নিতে চান তাহলে তার বেতন ৪০ হাজার টাকা হতে হবে 

  • কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি লোন নিতে চান তাহলে তার বেতন ৪৫,০০০ টাকা বা তার উর্ধে হতে হবে



ইউসিবি ব্যাংক অটো লোন:

ইউসিবি ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে আপনি যদি নতুন যানবাহন করে করতে চান তাহলে ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান ব্যবস্থা রয়েছে সে অটো লোন ব্যবস্থার মাধ্যমে এটি নিতে পারবেন।



ইউসিবি ব্যাংক অটো লোন নেওয়ার ফিচারস:

  • এই লোন মূলত নতুন এয়ারকন্ডিশনের গাড়ির জন্য প্রযোজ্য হবে 

  • আপনি যদি সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা আর্থিক লোন নিতে পারবেন

  • এছাড়া কোনো গাড়ি ক্রয় করার ক্ষেত্রে যত টাকা মূল্যের গাড়ি হবে, তার মধ্যে ৫০% বা তার অর্ধেক টাকা ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই লোন সর্বোচ্চ ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে 

  • এই ঋনসেবায় রয়েছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট 

  • কোন রকমের হিডেন চার্জ নেই


ইউসিবি ব্যাংক লোন নেওয়ার যোগ্যতা:

  • এই লোন যেকোনো বেতনভোগী ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং স্বনির্ভর ব্যক্তিবর্গ নিতে পারবেন 

  • ইউসিবি ব্যাংকে যে ব্যাক্তি লোন নিতে চায় তার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে বা তা উপরে

  • বেতনভোগী কাস্টমার এর ক্ষেত্রে লোন নেওয়ার জন্য তার মাসিক বেতন সর্বনিম্ন ৫০ হাজার টাকা হতে হবে

  • স্বনির্ভর কাস্টমার এক্ষেত্রে বেতন অবশ্যই ৬০ হাজার টাকা হতে হবে 

  • ব্যবসায়ী ব্যক্তিবর্গের জন্য তার বেতন অবশ্যই ৭৫ হাজার টাকা হতে হবে


ইউসিবি ব্যাংক হোম লোন:

এছাড়া ইউসিবি ব্যাংক হোম লোন নেওয়ার মাধ্যমে আপনি যদি নতুন বাড়ি তৈরি করতে চান তাহলে ইউসিবি ব্যাংকের হোম লোন সেবা নিতে পারবেন।


ইউসিবি ব্যাংক হোম লোন নেওয়ার ফিচারস:

  • বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনি চাইলে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা নিতে পারবেন 

  • সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে 

  • অ্যাক্টিভিটি ইন্টারেস্ট রেট রয়েছে যে কোনো রকমের হিডেন চার্জ নেই 

  • আপনি চাইলে ইউসিবি ব্যাংকে তাড়াতাড়ি লোন নিতে পারবেন তার গ্যারান্টি আপনি পাবেন

  •  এছাড়া বর্তমানে বাংলাদেশে যারা প্রবাসে রয়েছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ এই লোন নিতে পারবেন


ইউসিবি ব্যাংক হোম লোন নেওয়ার যোগ্যতা:

  • যে ব্যাক্তি লোন নিতে চায় সে ব্যক্তির বয়স সীমা কমপক্ষে ২৫ বছরের মধ্যে হতে হবে 

  • যারা বেতনভোগী কাস্টমার রয়েছে সে সমস্ত কাস্টমারদের মাসিক বেতন ৪০ হাজার টাকা হতে হবে স্বনির্ভর ব্যক্তিবর্গের বেতন ৭০ হাজার টাকা হতে হবে 

  • বিজনেসম্যান কিংবা জমির মালিক এই সমস্ত ব্যক্তিবর্গের মাসিক বেতন, ৭৫ হাজার টাকা হতে হবে এছাড়া যারা বাংলাদেশে রয়েছেন তাদের বেতন কমপক্ষে ৮০ হাজার টাকা হতে হবে 

  • আর এই লোন নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত এর প্রয়োজন হবে 

আপনি এই সমস্ত এর মধ্যে পড়েন তাহলে, ইউসিবি ব্যাংক ঋণ প্রকল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।


ইউসিবি ব্যাংক লোন নেওয়ার ডকুমেন্ট:

এছাড়া আপনি যদি এই সমস্ত লোন নিতে চান তাহলে লোন নেওয়ার ক্ষেত্রে যেসব প্রয়োজন ডকুমেন্টের প্রয়োজন হবে তা স্কিন মেনশন করা হলো


  • জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট ইত্যাদি এর ফটোকপি

  • যে ব্যাক্তি লোন নিতে চায় সে ব্যক্তির সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 

  • যে ব্যাক্তি এই লোনের গ্যারান্টির নির্বাচন হবে ওই ব্যক্তির জাতীয় পরিচয় পত্র এবং কিছু ছবি লাগবে

  • ইউসিবি ব্যাংকের সর্বশেষ এক বছর কিংবা ছয় মাসে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে

  • ইউটিলিটি বিল এবং যে কোন ব্যবসায়ের ক্ষেত্রে কয়েক বছরের প্রাক্টিসিং এক্সপেরিয়েন্স ইত্যাদি 

উল্লেখিত ডকুমেন্টগুলো এছাড়া আরও যে বিভিন্ন রকমের ডকুমেন্ট প্রয়োজন হতে পারে এ সম্পর্কে জেনে নেওয়ার জন্য আপনার ব্যাংক সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করুন। এবং আপনার আশেপাশে থাকা ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করুন।


ইউসিবি ব্যাংক লোনের সুদের হার:

এছাড়াও কোন লোন নেওয়ার ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট আছে এটি ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট সম্পর্কে জেনে নেওয়ার জন্য এইসবে ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের নাম্বার রয়েছে সেটা তোমার নাম্বারে কল করুন। ইউসিবি ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বার হল ১৬৪১৯ এই নাম্বারে কল করার মাধ্যমে আপনি ইন্টারনেট সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন