ডাচ বাংলা ব্যাংক লোন সুবিধা - Dutch Bangla Bank Loan

আজকে আপনাদের জানাবো ডাচ বাংলা ব্যাংকে কোন কোন শর্তে লোন নেওয়া যাবে। আর এই লোন নিলে আপনে সর্বোচ্চ কত টাকা পযর্ন্ত লোন পেতে পারেন এবং আপনে যদি এই লোন নেন তাহলে কত দিনে পরিশোধ করতে হবে। আর এই লোন নেয়ার জন্য আপনাকে কোন কোন শর্ত রয়েছে আর আপনে যদি চাকরি করেন তাহলে লোন নিতে মাসিক ইনকাম কত হতে হবে। এবং আপনে যদি বেশ কম সেলারি পান তাহলে এই লোন পাবেন কি না আর আপনাকে এই লোন নিতে কথায় কথায় যোগাযোগ করতে হবে এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে।


ডাচ বাংলা ব্যাংক লোন সুবিধা



ডাচ বাংলা ব্যাংক লোনের নেয়ার জন্য যে সকল ক্ষেত্রে দেয়া হয়ঃ

  • নতুন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে

  • পুরাতন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে

  • নতুন ফ্লাট ক্রয়ের ক্ষেত্রে

  • নতুন বাড়ি সম্প্রসারণের ক্ষেত্রে 

  • বিদ্যমান ফ্লাট পরিবর্তন ক্ষেত্রে 

  • অন্য ব্যাংক থেকে নেয়া চলমান হোম লোন ক্লোজ করে ডাচ বাংলায় লোন নিয়ে আসার ক্ষেত্রে

  • কোন ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট থেকে নেয়া চলমান হোম লোন ক্লোজ করে ডাচ বাংলায় লোন নিয়ে আসার ক্ষেত্রে

  • নিজের ফ্লাটে পুনরায় অর্থায়নের ক্ষেত্রে

  • নিজের মালিকানাধীন বাড়িতে পুনরায় অর্থায়নের ক্ষেত্রে


ডাচ বাংলা ব্যাংকে লোনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা পাওয়া যাবে? 

  • ডাচ বাংলা ব্যাংক সর্বনিম্ন ২ লক্ষ টাকা লোন দেয়

  • এবং সর্বোচ্চ ১ কোটি ২০ লক্ষ টাকা লোন দেয় 

  • রিনোভেশন/রেফিনান্স সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা


ডাচ বাংলা ব্যাংক লোন পরিশোধের মেয়াদকালঃ

  • নতুন ফ্লাট ক্রয় বা নির্মানের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর 

  • পুরাতন বাড়ির বা ফ্লাটের ক্ষেত্রে ২০ বছর 

  • রিনোভেশন/রিফাইন্যান্স এর ক্ষেত্রে ১৫ বছর


ডাচ বাংলা ব্যাংক লোন পাওয়ার জন্য যেসব শর্ত প্রযোজ্যঃ

  • চাকরিজীবীদের ক্ষেত্রে বর্তমান চাকরিতে প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা হতে হবে কমপক্ষে ৬ মাস

  • বাড়িওয়ালাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া বাবদ আয়ের প্রমান প্রদর্শন করতে হবে এবং সেমি পাকা বিল্ডিং এর ক্ষেত্রে কাজ শুরু করে আবেদন করতে হবে। 

  • প্রফেশনালস যেমনঃ ডাক্তার, আর্কিটেক্ট, ইন্জিনিয়ার, চার্টার্ড একাউন্টেন্ট, শিক্ষক ইত্যাদি ব্যক্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশায় সর্বনিম্ন ৬ মাস ধরে কর্মরত থাকতে হবে। 

  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ের সময়সীমা হতে হবে নূন্যতম ১ বছর 

  • এবং মাসিক আয় মিনিমাম ইনকাম সব ধরনের আয়ের উৎস মিলিয়ে ৩০ হাজার টাকা হতে হবে 

  • বাড়ির মালিক প্রফেশনালস ও ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসিক মিনিমাম ইনকাম গ্রাহকের দেয়া তথ্য অনুযায়ী ব্যাংক ব্রান্ধের পক্ষ থেকে কোন অফিসার পাঠিয়ে ভিজিট করিয়ে সত্যতা যাচাই করবে।

অন্যান্য যে সকল ইনকাম ব্যাংকের কাছে গ্রহনযোগ্য হবে বাড়ি ভাড়া, প্রাইভেট প্যাকটিস, প্রাইভেট টিউশন এবং অন্যান্য ইনকাম যা ব্যাংক এলাও করবে। যারা ক্যাশ সেলারি পান তাদের ক্ষেত্রে সরকারিন, আধা সরকারি, অটোনোমাস, সেমি অটোনোমাস বডি, কর্পোরেশন এবং গার্মেন্টস এ কর্মরত ব্যাক্তিদের ক্ষেত্রে ব্যাংক বিবেচনা করতে পারে।


ডাচ বাংলা ব্যাংকে যৌথভাবে কি হোম লোন নেয়া যাবে? 

  • শুধুমাত্র পরিবারের সদস্যরা ( মা,বাবা,ভাই, বোন, স্বামী/স্ত্রী,ছেলে,মেয়ে) যৌথভাবে আবেদন করতে পারবে।


ডাচ বাংলা ব্যাংক লোন পাওয়ার জন্য যে সব বিশেষ শর্তঃ

সি.আই.বি রিপোর্ট

  • বাংলাদেশ ব্যাংক এর ক্রেডিট ইনভেস্টিগেশন ব্যুরো ( সি.আই.বি) কতৃক রিপোর্ট পজিটিভ হতে হবে

  • কোন ঋন খেলাপি ও ডিফল্টার লোন পাবেন না


ডাচ বাংলা ব্যাংকের লোন এর ইন্টারেস্ট রেট:

  • ডাচ বাংলা ব্যাংকে নতুন লোনের জন্য ইন্টারেস্ট রেট ৯.৫০% 

  • আর রিনোভেশন/ রেফাইনান্স এর জন্য ইন্টারেস্ট রেট ১০%


লোন অনুমোদন হওয়ার পর কখন বাতিল হয়ে যেতে পারে?

  •  লোন অনুমোদন হয়ে যাওয়ার পর লোনের টাকা গ্রাহকের একাউন্টে দিয়ে দেয়া হয়

  • একাউন্ট থেকে লোনের টাকা উঠানোর সময়সীমা থাকে হোম লোনের ক্ষেত্রে ৬ মাস

  • ৬ মাসের মধ্যে টাকা উত্তোলন না করলে লোন সাময়িক ভাবে স্থগিত হয়ে যায় 

  • পুনরা অনুমোদন নেয়ার জন্য এক মাস সময় থাকে

  • সপ্তম মাসের মধ্যে ব্যাংকে যোগাযোগ করে লোনের টাকা গ্রহণ না করলে লোনটি স্থায়ী ভাবে বাতিল হয়ে যায়


উপরোক্ত উপরে যে সব তথ্য দেওয়া হয়েছে তা আপনার মূল্যবান কাজে প্রয়োজন হতে পারে। আমরা ডাচ বাংলা ব্যাংক লোনের সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তাতে একটু হলেও আপনার প্রয়োজন হতে পারে আর আপনার কাছে যদি আমাদের সাইটটি তথ্য ভালো লাগে অবশ্যই আপনার প্রিয় মানুষের কাছে এই পোস্টি শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন