কোন ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি ২০২৩

অনেকের মনে প্রশ্ন থাকে যে আপনি কোন ব্যাংক টাকা রাখলে বা ডিপিএস এ করলে বেশি টাকা পাওয়া যাবে। আবার অনেকে আসেন ঘরে টাকা রাখতে চাচ্ছেন না আপনি চাইছেন ব্যাংকে সেই টাকা জমা রাখতে। কিন্তুু আপনি ভেবে পাচ্ছেন না যে কোন ব্যাংকে আপনি টাকা রাখবেন। আর আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে কোন ব্যাংকে বেশি টাকা লাভ পাওয়া যায়।


কোন ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি ২০২২


ডাচ - বাংলা ব্যাংক লিমিটেড

এখানে ডিপিএসএ আপনি যে টাকা জমা রাখবেন সেই টাকা জমা রাখার মেয়াদকাল হবে ৩ বছর, ৫ বছর, ৮বছর , এবং ১০ বছর পর্যন্ত।

আপনি সর্বনিম্ন ৫০০ টাকা গুনিতকে আপনার ইচ্ছে মতো টাকা জমা রাখতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকে সুদের হার শতকরা ৭.৫% দেওয়া হয়। এই ব্যাংকের সঞ্চয়ী হিসাবের জন্য সুদ ৪% দিবে লভ্যাংস হিসাব করে।

ঢাকা ব্যাংক লিমিটেড

এখানে ডিপিএসএ আপনি যে টাকা জমা রাখবেন সেই টাকা জমা রাখার মেয়াদকাল হবে ৪ বছর এবং ১০ বছর পর্যন্ত।

প্রতি কিস্তিতে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা রাখা যাবে।

প্রদত্ত সুদের শতকরা হারগুলো ৬%, ৭%, ৮%, ৮.৫%, ৮.৭৫%, ৯% ও ৯.৫% দেওয়া হবে। 

সঞ্চয়ী হিসাবের জন্য সুদের হার ৪% দিবে।


সিটি ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে টাকা জমানোর মেয়াদ কাল হলো ৩ বছর, ৫ বছর , ৭ বছর এবং ১০ বছর।

এই ব্যাংকে আপনি চাইলে মাসিক কিস্তিতে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। 

ডিপিএস এ সিটি ব্যাংক আপনাকে সুদের হার শতকরা ৮.৫% এবং সঞ্চয় হিসেবে আপনি শতকরা ৪% সুদ পাবেন।


ন্যাশনাল ব্যাংক লিমিটেড

সর্বোচ্চ ৫ ধরনের মাসিক কিস্তিতে ডিপিএস করা যাবে।

আপনি চাইলে ৫০০ টাকা, ১০০০ হাজার টাকা, ২০০০ হাজার টাকা, ৫০০০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা জমা রাখতে পারবেন। 

ডিপিএস এর মেযাদকাল হবে ৩ বছর, ৬ বছর, ৮ বছর এবং ১০ বছর পর্যন্ত।

সুদের হার শতকরা ৭.৭৫% থেকে শুরু করে ৯.৫% পর্যন্ত হয়ে থাকে। এবং এই ব্যাংকে সঞ্চয়ী হিসাবে আপনি শতকরা ৪.৫% সুদ পাবেন।

আইএপআইসি ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে আপনি ডিপিএস এ মাসিক কিস্তিতে ৫০০ টাকা থেকে শুরু করে এর গুনিতকে আপনার ইচ্ছে মতো টাকা জমা রাখতে পারবেন। 

টাকার উপর ভিত্তি করে সুদের হার শতকরা ৯.৫% দিবে।

এই ব্যাংকে ডিপিএস এর মেয়াদকাল হলো ৩ বছর ও ৫ বছর।এই ব্যাংকে সঞ্চয় হিসেবে শতকরা সুদের হার ৫% হয়ে থাকে।


শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড

এখানে আপনি ৩ বছর, ৫ বছর, ৮ বছর এবং ১০ বছর মেয়াদে টাকা জমা রাখতে পারবেন। 

মাসিক কিস্তিতে ৪৫০ টাকায়, ৬৫০ টাকা ১২৫০ টাকা এবং ২৩৫০ টাকা নিধারন করা হয়েছে। 

এছাড়াও ডিপিএস এ যে মুনাফা আপনাকে দেওয়া হবে সেই মুনাফার পরিমান ব্যাংকে কর্তৃক নির্ধারণ করা হবে।

সঞ্চয়ী হিসাবে শতকরা ৪% করে মুনাফা পাবেন।


ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে আপনি সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে টাকা জমাতে পারবেন।

টাকা জমানোর মেয়াদ কাল হলো ৫ বছর এবং ১০ বছর। 

মুনাফার শতকরা সুদের হার হলো ৯% ও ১০% হয়।

ব্যাংকে সঞ্চয়ী হিসেবে টাকা রাখলে ৭.৭৫% শতকরা সুদের হারে মুনাফা দেওয়া হয়।

পূবালী ব্যাংকে লিমিটেড

এই ব্যাংকের মাসিক কিস্তির পরিমাণ হলো ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা। 

এই ব্যাংকের মেয়াদ কাল হলো ৩ বছর ও ৫ বছর পর্যন্ত। 

এই ব্যাংকে সুদের হার শতকরা হিসেবে ধরা হয়েছে ৮.২৫% থেকে ৯.৫% পর্যন্ত হতে পারে। 

সঞ্চয়ী হিসেবে সুদের হার ৪.৫% হয়ে থাকে।


জনতা ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে ডিপিএস হিসেবে খুলতে পারবেন সর্বনিম্ন ৪ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত। 

মাসিক কিস্তি ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। 

এই ব্যাংকের শতকরা সুদের হার ৮% থেকে ৯% পর্যন্ত পাওয়া যায়। 

সঞ্চয়ী হিসেবে খুললে সুদের হার ৬% দেওয়া হবে।


অগ্রণী ব্যাংক লিমিটেড

অগ্রনী ব্যাংকের ডিপিএস এর মেয়াদকাল হলো ৫ বছর ও ১০ বছর। 

এই ব্যাংকে আপনি সর্বনিম্ন ১ হাজার  টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কিস্তি জমা রাখতে পারবেন। 

শতকরা সুদের হার ৭% থেকে ৯% পর্যন্ত ধার্য্য করা হয়েছে এবং সঞ্চয়ী হিসেব করলে সুদের হার শতকরা ৬% হয়ে থাকে।

সোনালী ব্যাংক লিমিটেড

সোনালী ব্যাংকে আপনি ৫ বছর মেয়াদী একটি ডিপিএস একাউন্ট খুলতে পারবেন। 

এই ব্যাংকে মাসিক কিস্তিতে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত রাখা সম্ভব। 

সুদের হার শতকরা ৮.৫% হারে পাবেন এবং সঞ্চয়ী হিসেবে খুললে সুদের হার হবে ৬.৫% শতকরা।


ট্রাস্ট ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে ডিপিএস এর মেয়াদকাল ৩ বছর, ৫ বছর, ৭ বছর এবং ১০ বছর। 

এই ব্যাংকে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রাখতে পারবেন। 

এই ব্যাংকে সুদের হার শতকরা ৮% এবং সঞ্চয়ী হিসাবে খুললে সুদ পাবেন শতকরা ৬% হারে।


মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে ডিপিএস এর মেয়াদকাল ৩ বছর, ৫ বছর, ৭ বছর এবং ১০ বছর। 

এই ব্যাংকে আপনি সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। 

শতকরা সুদের হার ৬% থেকে শুরু করে ৬.১৭% পর্যন্ত। এই ব্যাংকে সঞ্চয়ী হিসাবে সুদের হার ৪.৫% দিবে।


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে ডিপিএস সিস্টেম এর মেয়াদকাল ৪ বছর থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত হয়ে থাকে। 

এই ব্যাংকে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে টাকা জমা রাখতে পারবেন। 

সুদের হার শতকরা ৯% এবং সঞ্চয়ী হিসাবে খুললে গ্রাহকদের জন্য শতকরা সুদের হার ৫% দিবে।

উত্তরা ব্যাংক লিমিটেড

উত্তরা ব্যাংক ডিপিএস লাভের হার ৫% এবং ৯% দিয়ে থাকে। 

এই ব্যাংকের মাসিক কিস্তি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ হাজার টাকা, ২০০০ হাজার টাকা, ৫০০০ হাজার টাকা,  ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ হাজার টাকা,  ২৫,০০০ হাজার টাকা, ৩০,০০০ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। 

এর মেয়াদকাল হলো ৫ বছর এবং ১০ বছর হয়ে থাকে।


আল আরাফা ব্যাংক লিমিটেড

আল আরাফা ব্যাংকে ডিপিএস এর লাভের হার নির্ধারণ করা হয়েছে ৫.৬০% হার।

এই ব্যাংকের মাসিক কিস্তি সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত গুনিতক প্রতি মাসে জমা রাখতে পারবেন। 

এই ব্যাংকের মেয়াদ কাল হচ্ছে ২ বছর, ৩ বছর, ৫ বছর, ৮ বছর, ১০ বছর এবং ১২ বছর।


এক্সিম ব্যাংক লিমিটেড

এক্সিম ব্যাংক ডিপিএস এর লাভের হার নির্ধারণ করা হয়েছে মেয়াদের উপর ভিত্তি করে ৫.৬০% ও ৫.৭০% হার।

এই ব্যাংকের মেয়াদ কাল হচ্ছে ৩ বছর, ৫ বছর, ৮ বছর, ১০ বছর, ১২ বছর।

এক্সিম ব্যাংকের মাসিক কিস্তি সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন।

উপরে যে সব ব্যাংকের কথা বলা হয়েছে আপনি ইচ্ছে করলে বা কারো কাছে পরামর্শ করে সেই ব্যাংকে টাকা জমাতে পারেন এটা আপনার নিজের ব্যপার।তবে মনে রাখবেন যে কোনো কাজ করার আগে ভেবে তারপর সেই কাজ করতে যাবেন। আবার আমাদের দেশে যে অবস্থা তাতে আমাদের উচিত বর্তমান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে শতকরা সুদের হার বা মুনাফার আশা করতে পারি।

কারন ভবিষ্যতে আপনার সন্তানদের ও পরিবারের উন্নয়নে কাজে টাকা জমানো বিরাট ভুমিকা রাখে। আপনে ইচ্ছে করলে সন্তান ও পরিবারের কথা মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার ইচ্ছে অনুযায়ী ব্যাংকে টাকা জমা রাখতে পারেন। এতে কি হবে আপনার সন্তানদের সুশিক্ষিত ও পরিবারে চাহিদা পূরণ করা আপনার পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন